মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবু (২৮) নামে এক বৈদ্যুতিক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা তায়েফ (১৭) ও তানজিল (১৮) দুই আরোহী গুরুতর আহত হয়।
রোববার (১৬ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাবু উপজেলার বেপারী পাড়া গ্রামের এস.এম আবুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাইওয়ে পুলিশের চেকপোস্ট দেখে বাবু মোটরসাইকেলটি দ্রুত বেগে চালায়। এসময় টেকেরহাটগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। একইসাথে মোটরসাইকেলে থাকা তায়েফ ও তানজিল গুরুতরভাবে আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মস্তফাপুর হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply