প্রতিনিধি মাদারীপুর:
মাদারীপুরে শকুনী লেকে প্রাতে হাঁটতে বের হওয়া নারী ও পুরুষদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ভোরে শহরের মুক্তমঞ্চে তাদের মাঝে তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
বৃহস্পতিবার ভোরে শুরু হয় দুইদিনের প্রতিযোগিতা। পুরুষদের দৌড় ও ফুটবল এবং নারীদের হাঁটা প্রতিযোগিতা সম্পন্ন হয়। শতায়ু ব্যায়াম সংঘের উদ্যোগে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশ নেয় ৬০ উর্দ্ধোসহ বিভিন্ন বয়সের ডায়াবেটিক, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক প্রতিযোগি।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জজ কোর্টের এপিপি এ্যাডভোকেট মাহবুবুর রহমান শাকিল, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খান, শতায়ু ব্যায়াম সংঘের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহম্মেদসহ অনেকেই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, প্রতিটি মানুষের সুস্থ্য থাকতে ঘরে কিংবা বাইরে নিয়মিত অন্তত একঘন্টা শরীর চর্চা করা প্রয়োজন। উন্নত দেশের গুরুত্বপূর্ণ মোড়ে সাধারণ মানুষের জন্য শরীর চর্চার প্রয়োজনীয় উপকরণ স্থাপন করা হয়। তেমনি আমাদের দেশেও এমন উদ্যোগ নিতে সরকারের যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ে চিঠি দেয়া হয়েছে
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply