মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে করোনা সংক্রমন রোধে মাস্ক ব্যবহার না করায় ও প্রশাসনের অর্পিত
বিধিনিষেধ ভঙ্গ করায় দায়ে ২১ টি মামলায় সর্বমোট ৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হক ও রেকসোনা খাতুনের নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
জানা যায়, সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করতে মাদারীপুর জেলা প্রশাসন মাদারীপুর শহরের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নে এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের উপরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করায় ও করোনা ভাইরাস প্রতিরোধে বিধিনিষেধ ভঙ্গ করায় দায়ে ২১ টি মামলায় সর্বমোট ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।এসময় প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র ও অসচ্ছল মানুষের মধ্য একশত মাস্ক বিতরণ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হক বলেন,লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমরা কঠোর অবস্থানে রয়েছি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের শাস্তি দেয়া হবে।
Leave a Reply