মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে দীপ্ত টেলিভিশন জেলা প্রতিনিধি মো: রফিকুল ইসলামে সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচীর আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহ মোঃ সজিব,অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ভাস্কর সাহা,জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
এশিয়ান টিভির প্রতিনিধি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম লিটু,জেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম ফকু,নিউজ২৪ টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বেলাল রিজভী, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি শফিকুর রহমান শফিক স্বপন,আজকের পত্রিকা ও জাগো নিউজের জেলা প্রতিনিধি আয়েশা আকাশী সিদ্দিকী, প্রথম আলোর জেলা প্রতিনিধি অজয় কুন্ড, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব হাসান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান, মাদারীপুর সমাচারের সম্পাদক শাহাদাত জুয়েল,ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম রেজা,দৈনিক রুপালি বাংলাদেশের জেলা প্রতিনিধি ইমদাদুল হক মিলন,কালবেলার জেলা প্রতিনিধি কে.এম রাশেদ কামাল, দৈনিক কালেরকন্ঠ প্রত্রিকার জেলা প্রতিনিধি কাজল, বাংলাদেশ কন্ঠের প্রিন্স মাহমুদ সবুজ, সময় টিভির চিত্র সাংবাদিক সাহাদাত হোসেন,একাত্তর টিভির চিত্র সাংবাদিক ইয়াছিন মিয়াসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতে দীপ্ত টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাহসী ভূমিকা রেখেছে। সময়ের পরিক্রমায় দীপ্ত টিভি দেশ প্রেম ও সাহসের সহিত দীপ্ত পদচারণা চালিয়ে যাচ্ছে। দীপ্ত টিভি দেশের সংস্কৃতি ও কৃষিসহ সব ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা রেখে চলেছে। দীপ্ত টিভি তার নিজস্ব আলোতে সমোজ্জ্বল। দীপ্ত টিভি অনাগত দিনের জন্য শুভ কামনা ও দোয়া করেন বক্তারা।
Leave a Reply