মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে চলছে অবৈধভাবে বালু উত্তলনের হিড়িক। জেলা প্রশাসন নদী থেকে বালু কাটা ও উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করলেও তা মানছেনা কতিপয় অসাধু বালু উত্তোলনকারীরা। আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে দিন রাত চলছে বালু উত্তোলন।
আর এসব অভিযোগ রয়েছে জেলা আওয়ামী লীগের প্রভাশালী নেতা সাখাওয়াত সেলিমের ছেলে সৈয়দ রাজিবের বিরুদ্ধে। তিনি প্রকাশ্যে ড্রেজার বসিয়ে সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের পাঁচখোলা ইউনিয়ের মহিষেরচর এলাকায় বালু উত্তোলন করছেন।
স্থানীয় মিঠু মুন্সিসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান’ রাতের আধারেই অধিকাংশ সময় বালু কাটা হতো। কয়েকদিন ধরে দিনের বেলায় প্রকাশ্যেই চলছে বালু উত্তলন করছে রাজিব। তিনি আরও বলেন, এই এলাকায় বিআইডব্লিটির নদী খনন প্রকল্পের অধীনে কাজ চলছে কিন্তু রাজিব সেই প্রকল্পের অধীনে কাজ করে না।
তবে বালু উত্তলনের অভিযোগ অস্বীকার করেছেন রাজিব।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, নদীতে বালু কাটার অনুমতি কারও নেই। যদি কেউ কেটে থাকে তাহলে তা অবৈধ।
তিনি আরও বলেন, এ অবৈধ ব্যবসা অচিরেই বন্ধ করে দিয়ে শাস্তির আওতায় আনা হবে। এ জন্য খুবশীঘ্রই অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply