ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুর।
মাদারীপুরে হতদরিদ্রদের জন্য আশ্রয়ণ প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার কালিকাপুরের আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান। পুকুরটিতে একশ’ কেজি রুইমাছের পোনা অবমুক্ত করা হয়। পরে স্থানীয়দের মাঝে মাছধরার জন্য জালও দেয়া হয়।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা তপন মজুমদার, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান এজাজুর রহমান আকন, স্থানীয় মৎস চাষীসহ অনেকেই।
মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সুফলভোগীদের মাঝে মৎস উপকরণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply