রাজৈর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে ট্রাক চাঁপায় মোক্তার খাঁ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারী) বিকেল ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কামালদি ব্রীজের এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোক্তার খাঁ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি যাচ্ছিলো মোক্তার। পথিমধ্যে রাজৈর উপজেলার কামালদি ব্রীজের এলাকায় পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্বার করে।তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক জানান, লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ট্রাকটি আটকের চেষ্টা চালানো হচ্ছে।
Leave a Reply