মাদারীপুর করেসপন্ডেন্ট।
মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন মাদারীপুরের নবাগত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
শনিবার ( ২০ মার্চ) শনিবার বেলা ১১টা থেকে দুই ঘন্টা ব্যাপী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন “আমি আমার টিমকে সাথে নিয়ে মাদারীপুরকে একটি মডেল জেলায় রূপান্তরিত করতে চাই। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি মাদকের ব্যাপারে জিরো টলারেন্সের কথা বারবার উল্লেখসহ আগামীকাল ২১ মার্চ থেকে পূর্বের ন্যায় করোনা মোকাবেলা মাদারীপুর জেলা পুলিশ কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। করোনা সচেতনতায় তিনি সাংবাদিকদেরও বিশেষ ভুমিকা রাখার জন্য অনুরোধ জানান।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এম.এ হান্নান, মনিরুজ্জামান ফকির, চাইলাউ মারমা, মাদারীপুর সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামরুল ইসলামসহ মাদারীপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply