শিবচরনিউজ২৪.কম ডেস্ক:
করোনা প্রাদুর্ভাবের কারণে মাদারীপুরের শিবচরের কয়েক শত দিনমজুর ও নিন্ম আয়ের মানুষ বাড়িভাড়া দিতে পারছেন না বলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ইতোমধ্যে অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়াদের চাপ দিচ্ছেন ভাড়া দেওয়ার জন্য। কিন্তু কোনো কাজ নেই আয়ও নেই এমন মানুষেরা পরিবার নিয়ে পড়েছেন বিপাকে। এই সংকটকালে তারা বাসা ভাড়া মওকুফের দাবি জানিয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মুন্জুরুল ইসলাম নামের এক কোম্পানীর প্রতিনিধি বলেন, মাত্র ৭ হাজার টাকায় চাকুরী করেন তিনি।স্ত্রী ও সন্তান কে নিয়ে তার এমনি কষ্ট হতো।আজ ১৫ দিন ধরে তিনি বেকার। তাই বর্তমানে তার কোনো আয় নেই। পরিবারকে সাপোর্ট করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু বাড়িওয়ালা ভাড়া দেওয়ার জন্য চাপ বাড়িয়ে দিচ্ছেন। কীভাবে ভাড়া দেবেন আর পরিবারের জন্য খাবার কিনবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তিনি।
উপজেলা চত্বরের আরেক ভাড়াটিয়া কবির হোসেন বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী শিবচর বাজারের নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত সকল দোকানপাট বন্ধ রয়েছে।তিনি বাজারের পৌরমার্কেটে কাপড়ের দোকান করতেন।আজ ২০ দিন ধরে তিনি তার দোকানটি বন্ধ রেখেছেন।তাছাড়া তিনি কোন কাজও করেননা।তাই বাসা ভাড়া নিয়ে দূশ্চিন্তায় পড়েছেন তিনি।
শিবচর বাজারের আশেপাশের স্বাস্থ্য কলোনী,যাদুয়ারচর ও বসুন্ধরা আবাসিক এলাকার বেশকিছু নিন্ম আয়ের লোকের সঙ্গে কথা বলে একই অবস্থার কথা জানা গেছে। তারা বলছেন, পৌরসভা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে কিছু সহায়তা তারা পেয়েছেন তবে তা অপ্রতুল। বাসায় পরিবারের সদস্যরা রয়েছে। শুধু খাবারই নয় ওষুধপত্র কিনতে হয় তাদের। কোনো কাজ না থাকায় অসহায় অবস্থায় রয়েছেন তারা।
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় অনেক রিকশাচালক, পরিবহন শ্রমিক, দিনমজুর, ফুটপাতের হকার, হোটেল ও রেস্তোরাঁর কর্মী, দোকান ও বাজারের কর্মচারী, নির্মাণ শ্রমিক এবং অন্যান্য নিন্মআয়ের লোকেরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে তথ্য দিয়ে সেবা নিন।
Leave a Reply