সারাক্ষণ নিউজ ডেস্ক:
রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিবচরের সন্ন্যাসীর চর এলাকার হৃদয় হোসেন শিহাব নিহতের ঘটনায় ১৬১ জনের নাম উল্লেখ করে ও ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি করে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) এ হত্যা মামলা করেন শিবচর পৌরসভার সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান।
মামলায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর ১ (শিবচর) এর সাবেক এমপি নুর ই আলম চৌধুরী লিটন,ফরিদপুর ৪ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন,মাদারীপুর জেলাপরিষদ সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী,শিবচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: মো: মেলিম, শিবচর পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লতিফ মুন্সি, উপজেলার ১৫ টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন পাশা,সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান,সাংবাদিক প্রদ্যুত কুমার সরকার, একেএম নাসিরুল হকের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আরো উল্লেখিত আসামিরা হলেন, শিবচর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ, ইউনিয়ন যুবলীগ,পৌর ছাত্রলীগ,যুব লীগের আরো ১৩৫ জনেন নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
মামলার বাদী শাহাদাত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply