আবু সালেহ রওসাদ ও সিহাবউদ্দিনঃ
মাদারীপুর জেলা পরিষদের দায়িত্ব ভার গ্রহণের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করলেন মাদারীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুনীর চৌধুরী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জেলা পরিষদের সদস্য ও দলীয় নেতা কর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। এসময় তারা বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এর আগে সকালে তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে শিবচরের দত্তপাড়ায় মরহৃম ইলিয়াছ আহম্মেদ চৌধুরী দাদাভাইর কবর জিয়ারত ও দোয়া পাঠ করেন।
এ সময় তার সাথে মাদারীপুর জেলা পরিষদে সদস্যবৃন্দ,শিবচর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা,শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, জেলা আওয়ামী লীগ, শিবচর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply