শিবচর প্রতিনিধিঃ
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীর চাপ বেড়েছে ফেরিতে। গেল কয়েকদিনের তুলনায় মঙ্গলবার (৩ জুলাই) সকাল থেকে রাজধানীমুখী যাত্রীর চাপ তেমন নেই। তবে ফেরীতেই জরুরী যানবাহনে পাশাপাশি যাত্রীরা পার হচ্ছেন। একাধিক যাত্রীদের সাথে কথা বললে তারা ফেরির সাথে লঞ্চ চলাচল চালু রাখার দাবী জানান।
এদিকে গত তিনদিন বাংলাবাজার ঘাটে যাত্রীদের চাপ ও নদীর স্রোতে ফেরী পারাপারে অধিক সময় লাগার কারনে বাংলাবাজার ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে। ঘাটে প্রায় দুই শতাধিক ট্রাক রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ।
তারা আরো জানায় পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোতের তীব্রতা বাড়ায় ফেরি পারাপারে দীর্ঘ সময় লাগছে।দক্ষিন অঞ্চলের বিভিন্ন জেলা থেকে এখনো ঘাটে আসছেন মানুষ।বর্তমানে ঘাটে ১০ টি ফেরী চলাচল করছে।এতে যাত্রীরা সহজেই ঘাটে এসে পদ্মা পাড়ি দিচ্ছে।
জমিরউদ্দীন নামে ঢাকাগামী এক যাত্রী বলেন,সকাল থেকে বৃষ্টি, গোপালগঞ্জ থেকে এসেছি।জরুরি কাজে ঢাকা যাচ্ছি। আগামীকাল আবার ফিরবো’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, সকাল থেকে ১০টি ফেরি চলছে। তবে রো রো ফেরি বন্ধ রাখা হয়েছে।আমরা অগ্রাধিকারভিত্তিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী পরিবহন, পচনশীল দ্রব্যের ট্রাক পার করছি।তবে যাত্রীদের তেমন চাপ নেই।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের টিআই আক্তার হোসেন বলেন, ‘গতকাল দুপুর থেকে আমরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছি।পরবর্তী নির্দেশ পেলে লঞ্চ চলাচল শুরু হবে’
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply