শিবচর ( মাদারীপুর) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ। শুক্রবার(৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে পদ্মাসেতু পার হয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বর এলাকায় শিবচর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। কয়েকশত নেতা-কর্মীরা সকাল ৭টার দিকে এক্সপ্রেসওয়ের একপাশে ফেস্টুন হাতে লাইনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে।
সকাল সোয়া আটটার পরে প্রধানমন্ত্রীর গাড়িবহর পাঁচ্চর এলাকা ত্যাগ করলে মুহুর্মুহ করতালি ও স্লোগানে মুখোর করে তোলে নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাতটার দিকে পাঁচ্চর এক্সপ্রেসওয়ের গোলচত্বর থেকে মহাসড়কে অবস্থান নেয় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, ভাইস চেয়ারম্যান আতাহার হোসেন বেপারীসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তায় নিয়োজিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক বলেন,’আমরা সকাল সাতটার দিকে এক্সপ্রেসওয়ে অবস্থান করি। মাননীয় প্রধানমন্ত্রী সকাল সোয়া আটটার দিকে পাঁচ্চর পার হয়েছেন। এসময় নেতাকর্মীরা হাতনেড়ে, স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।’
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম খান বলেন,সকাল থেকে এখানে আমরা জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এসেছি। ”
উল্লেখ্য, শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া সফর শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ শিবচরের দত্তপাড়া আসবেন। রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সর্বত্র।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply