শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে ভারতের কলকাতা থেকে আসা গ্রীন লাইন বাস থেকে শত বছরের পূরানো মূর্তিসহ বেশ কিছু প্রাচীন নির্দশন জব্দ করেছে শরীয়তপুর জেলা পুলিশ। এ সময় অবৈধ্যভাবে মূল্যবান মূর্তি পরিবহনের দায়ে জসিম উদ্দিন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
আটকের বিষয় নিশ্চিত করেন পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমানঙ।
বুধবার (২৯ জুন) রাত ১ টার দিকে তাকে আটক করা হয়।
পদ্মা দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা ছেড়ে আসা গ্রীন লাইনের বাসটিতে অভিযান চালিয়ে শত বছরের পুরোনো মূল্যবান ৩টি সিংহের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় কারুকাজ করা ১টি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তিসহ দুটি ভিডিও ক্যামেরাও উদ্ধার করা হয়। তিনি এ সব মালের কোন বৈধ্য কাগজপত্র দেখাতে পারেনি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, আজ দুপুরের ভিতরের তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply