শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরোর শিবচরের প্রবীণ শিক্ষক শাহাবুদ্দিন শিকদার (ঢালু) (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
মঙ্গলবার ভোর ৫ টায় টায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তিনি শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর শিকদার বাড়ির সন্তান।
মরহুমের ভাতিজা মিজানুর রহমান শিকদার জানান, তিনি শিবচরের বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা।তার জীবদ্দশায় ১ জানুয়ারী ১৯৭২ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০০৯ সাল পর্যন্ত তার মায়ের নামে প্রতিষ্ঠিত বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন অতিবাহিত করেন।কিছুদিন যাবত তিনি মেরুদন্ডের সমস্যায় ভুগছিলেন। আজ ভোরে তিনি রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে মারা যান।
আজ বাদ আছর তার বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে আমাদের পারিবারিক গোরস্থানে কাকাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
Leave a Reply