কালকিনি করেসপন্ডেন্টঃ
চতুর্থ ধাপে স্থগিত হওয়া মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এতে তিনি জন আহত হয়েছে।আহতদের উদ্বার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার (৩১ মার্চ) দুপুর ১২ টার দিকে পৌরসভার পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় ওই কেন্দ্র ভোট গ্রহন সামায়িক বন্ধ রাখা হয়।পরে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, আজ বেলা ১২ টার দিকে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস. এম. হানিফের( নৌকা প্রতীক) লোকজন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠু (চামচ প্রতীক) লোকজনের মধ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়।এতে দুই পক্ষের মধ্য হাতাহাতি ও ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এসময় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে পুলিশ ও ভিজিবি এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।এসময় উভয় পক্ষের তিন জন আহত হয়।
মাদারীপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান,কালকিনি পৌরসভার নির্বাচনটি একটি ঝুঁকিপূর্ণ নির্বাচন।এই অঞ্চলটি এমনি একটি অরক্ষিত অঞ্চল।এখানে রাস্তাঘাট খারাপ।এখানে নির্বাচন উপলক্ষে ব্যপক আইনশৃঙ্খলাবাহিনী উপস্থিত ছিলো।এখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরা সংঘর্ষে লিপ্ত হয়।পরবর্তিতে পুলিশ আস্তে আস্তে এদের সরিয়ে দিতে সক্ষম হয়।যারা হামলায় লিপ্ত ছিলো তারা ককটেলসহ বিভিন্ন কিছু ব্যবহার করে।পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের এখান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে।
Leave a Reply