কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুরের কালকিনি উপজেলা শাখার (ফেডারেশন গ্রুপের) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন ও মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়।
আজ শনিবার দুপুরে সৈয়দ আবুল হোসেন একাডেমীর হলরুমে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে।এছাড়া সহ-সভাপতি পদে মোঃ সালাউদ্দিন, যুগ্ন সম্পাদক মোঃ লুৎফর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম মিয়া ও মোঃ আনোয়ার হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ নওয়াবজান, সদ্য বিদায়ী সভাপতি মোঃ ফজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
এদিকে অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারিদের মাঝে সমিতির পক্ষ্য থেকে ভাতা প্রদান করা হয়।
নবনির্বাচিত সভাপতি বি.এম হেমায়েত হোসেন বলেন,সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কমিটির মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন অধিকার আদায়ের চেষ্টা করবো।”
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply