মাদারীপুরের কালকিনিতে বজ্রপাতে ফালানী বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এসময় আহত হন মাজেদা বেগম নামে আরও এক গৃহবধু আহত হন
সোমবার (২০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত্যু ফালানী বেগম উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের কবির ফকির-এর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকে ঔষধ আনার জন্য বাড়ি থেকে বের হয় ফালানী বেগম। এসময় তার সাথে তারই বাড়ির আশেপাশের আরও ৪ জন গৃহবধূ ছিলেন। ঔষধ নিয়ে ফেরার পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় আহত হন মাজেদা বেগম নামে আরেক গৃহবধূ। আহত মাজেদা বেগম কে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply