কালকিনি করেসপন্ডেন্ট,শিবচরনিউজ২৪.কমঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানায় ১১০ রাউন্ড গুলিসহ কাজী ইশতিয়াক উদ্দিন ফয়সাল(৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার ডাসার থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃত কাজী ইশতিয়াক উদ্দিন ফয়সাল উপজেলা ছাত্রলীগের যুগ্নসম্পাদক এবং উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজী হেমায়েত উদ্দিন হিমু কাজীর ছেলে। তার বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরন ও পুলিশ সূত্রে জানাগেছে, কাজী ইশতিয়াক উদ্দিন ফয়সাল বুধবার দুপুরে একটি মোটরসাইকেল যোগে ডাসার বাজার থেকে ভুরঘাটার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পূর্বখান্দুলি বাসতলা চৌরাস্তার একটি মুদির দোকানের সামনে পৌছলে প্রথমে ডাসার থানা পুলিশ তাকে দেখে গতি রোধ করেন। এসময় ফয়সাল পুলিশ টের পেয়ে মোটরসাইকেল রেখে পালানো চেষ্টাকালে তাকে ডাসার থানার এসআই মেহেদী হাসান, এএসআই সরিফুজ্জামান ও এএসআই আলী হোসেন মিলে আটক করে। এসময় তার কাছ থেকে ২২ বোর রাইফেল/ পিস্তলের ৯৫ রাউন্ড গুলি, ১২ বোরের বন্দুকের কাতুর্জ ১৫পিচ, একটি ধারালো চাকু, একটি মোবাইল সেট, দুইটি সিম ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এঘটনায় ফয়সালের বিরুদ্ধে ডাসার থানার এসআই মেহেদী হাসান খান বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
তবে এ বিষয় জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানকে বেশ কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ফয়সালকে আমরা অস্ত্রসহ গ্রেফতার করেছি। পরে তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা হয়েছে। এ মামলায় তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply