তামিম ইসমাইল-এর কবুল করো প্রার্থনা বর্তমান সময়ে করোনা ভাইরাস সারা বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। যা একাধারে উচ্চ, মধ্য ও নিম্ন মধ্যবিত্ত সহ সর্বশ্রেণীর মানুষের প্রান কেড়ে নিচ্ছেন। ভেঙ্গে পড়ছেন আর্থিকভাবে। বাদ পরছে না কেউ। এই মহামারীর জন্য দুর্ভিক্ষ দেখা দেওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে বিশ্বজুড়ে।
সমসাময়িক করোনা ভাইরাস নিয়ে স্রষ্টার কাছে প্রার্থনা চেয়ে তরুণ কবি তামিম ইসমাইল ‘কবুল করো প্রার্থনা’ শিরোনামে গান রচনা করেছেন। যার সুর, সঙ্গীত ও শিল্পী কে.ডি উজ্জ্বল। একই সাথে গানটি প্রচার হবে কে.ডি মিউজিক এর ব্যানারে।
উল্লেখ্য, তামিম ইসমাইল মূলত কবিতা লিখেন। কিন্তু তাঁর দায়বদ্ধতা থেকে গানও রচনা করে আসছেন। এর পূর্বে তাঁর লেখা প্রথম পদ্মায় ভাঙ্গনের কবলিত মানুষের জীবন নিয়ে ‘পদ্মার জল’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছিলো, যা আলোচনায় এসেছে। গানটির সুর, সঙ্গীত ও শিল্পী ছিলেন সদ্য প্রয়াত দুই বাংলার জন নন্দিত সঙ্গীত ব্যক্তিত্ব বাসুদেব ঘোষ। ‘কবুল করো প্রার্থনা’ তামিম ইসমাইল-এর দ্বিতীয় গান।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply