আবু সালেহ রওসাদ,স্টাফ করেসপন্ডেন্টঃ
মাদবরেরচর হাট শিবচর উপজেলার অন্যতম বড় একটি হাট।সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও রবিবার বৃহত্তম এহাটটি বসে। দূর দুরান্ত হতে এ হাটে ক্রেতা-বিক্রেতা ও পাইকার আসেন।
করোনা ভাইরাসের কারনে বর্তমানে সকল হাট বাজারে নির্দিষ্ট সময়ের জন্য দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।
(বৃহস্পতিবার (২৩ এপ্রিল)সকালে মাদবরেরচর হাট মিলতে না পারায় ক্রেতা বিক্রেতারা হাট সংলগ্ন লপ্তিকান্দি গোরস্থানের পাশে বৃহৎ জনসমাগম করে মালামাল ক্রয় বিক্রয় শুরু করেন।
এসময় খবর পেয়ে শিবচর থানা পুলিশের উপ পরিদর্শক নাজমুল হাসানের নেতৃত্বাধীন একটি টিম লপ্তীকান্দি গোরস্থান এলাকার বাজার বন্ধ করে দেন। এসময় তারা ক্রেতাদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন
স্থানীয় গন্যমান্য ব্যাক্তি আজিজুল সরদার বলেন, হটাৎ করেই এখানে ক্রেতা বিক্রেতার সমাগম হয়ে যায়, আমরা নিষেধ করেও বন্ধ রাখতে পারিনি।
শিবচর থানার উপ পরিদর্শক নাজমুল হাসান বলেন,’আমরা খবর পেয়েছি মাদবরচর হাট বন্ধ থাকায় হাট সংলগ্ন লপ্তিকান্দি গোরস্থান মাদ্রাসা এলাকাতে হাট বসেছে, এখানে হাট বসার কোনো অনুমতি নেই, এটা কোনো হাট নহে, কিন্তু ক্রেতা বিক্রেতাদের সমাগমে ভরপুর ছিলো, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি।স্থানীয় মুদি দোকান নিয়ম অনুযায়ী সকাল ৬ টা থেকে বেলা ১১ পর্যন্ত খোলা রাখতে পারবে, এছারা সকাল প্রকার অস্থায়ী দোকানপাট বন্ধ করে দিয়েছি।তবে, মাদবর চর একটি বড় হাট, এটি সপ্তাহে দুদিন এখানে হাট বসে, বর্তমান পরিস্থিতিতে হাট বাজার বন্ধ থাকার করনে আজ হটাৎ করেই সকালে হাট মিলেছিলো, তা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন বলেন, ‘আমরা সকল হাটবাজার নজরদারিতে রেখেছি, কোথাও নিয়ম বহির্ভূত হাট বসলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছি’
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply