কালকিনি করেসপন্ডেন্ট
আল জাজিরা যে সংবাদ করেছে এটা বিভ্রান্তিকর গল্প,সরকারকে হেয় করার জন্য এদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য।এটার সাথে আমাদের বাস্তবতার কোন মিল নাই সুতরাং তারা যে নিউজ করেছে জনগন ও সরকার প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন মহল নিন্দা জ্ঞাপন করছে আমরাও সাংবাদিকদের মাধ্যমে নিন্দা জ্ঞাপন করছি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ এমপি।
রবিরার (৭ ফেব্রুয়ারী) দুপুরে মাদারীপুর কালকিনি উপজেলার কয়রিয়া ইউনিয়ন ভুমি অফিসের শুভউদ্বোধন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এসময় তিনি বলেন,’বাংলাদেশের ভাবমূর্তি যারা স্বড়যন্ত্র করে নষ্ট করছে তারা বাংলাদেশের ও জনগনের বন্ধু না শত্রু। এদের থেকে সবাই দূরে থাকবেন।
তিনি এর আগে সকাল থেকে মাদারীপুর ০৩ (কালকিনি) সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়নের ৭টি পাকা রাস্তা ও ২টি ভূমি অফিসের শূভউদ্বোধন করে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের র্নিবাহী প্রকৌশলী বাবুল আক্তার,কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান,উপজেলা প্রকৌশল অধিদপ্তরের র্নিবাহী প্রকৌশলী রেজাউল করিম,এস ও ইমতিয়াজ আহম্মেদসহ অন্যন্নরা।
Leave a Reply